ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিরিজ বাঁচানোর ম্যাচেও বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৭:৪২ | আপডেট: ০৬ মার্চ ২০২৪, ১৭:৫১

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে এই ম্যাচেও টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত।

বুধবার (৬ মার্চ) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত টসে আজও জয়লাভ করে বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে দুই দলই রান উৎসব করে তুলেছে ৪০৯ রান। বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এতো বেশি রান আগে হয়নি। ব্যাটাররা মোট ছক্কা হাঁকিয়েছেন ২৩টি।

সেইসঙ্গে ম্যাচটিতে হারলেও বাংলাদেশ লড়াই করে গিয়েছে শেষ পর্যন্ত। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের ম্যাচে জয় নিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া শান্ত বাহিনী।

শ্রীলঙ্কা একাদশ:

আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশান, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), তৌহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসাইন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ