ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

এমবাপ্পে ম্যাজিকে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পিএসজি

প্রকাশনার সময়: ০৬ মার্চ ২০২৪, ১৫:৩০

পিএসজির সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। থাকেন প্রায়ই আলোচনার টেবিলে। এই তারকাকে নিজেদের সর্বশেষ ম্যাচ মোনাকোর বিপক্ষে প্রথমার্ধের পরই বেঞ্চে বসিয়ে দেন কোচ লুইস এনরিকে। ফলে গোলশূন্য সমতায় মাঠ ছেড়েছিল পিএসজি। তবে স্যুট-বুট পরে ডাগ-আউটে না বসে লাউঞ্জে গিয়ে বসেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এরপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে এমবাপ্পের একাদশে থাকা নিয়ে শঙ্কা ছিল। শঙ্কা কাটিয়ে একাদশে জায়গা পেয়েই দেখালেন নিজের ম্যাজিক। জয়ের পথটা আপন মহিমায় রাঙালেন এই ফরোয়ার্ড। এমবাপ্পের জোড়া গোলে জয় নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই।

মঙ্গলবার (৫ মার্চ) স্পেনের রিয়াল এরিনায় রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে স্বাগতিক রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে ফরাসী চ্যাম্পিয়নরা।

এর আগে, প্রথম লেগেও দুই গোল দিয়েছিল ফরাসি জায়ান্টসরা। এর মধ্যে এক গোল করেছিলেন এমবাপ্পে। দুই লেগ মিলিয়ে সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করলো পিএসজি।

ম্যাচজুড়ে আধিপত্য নিয়ে লড়তে থাকে পিএসজি। ম্যাচের ১৫তম মিনিটে পাওয়া কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে লুইস এনরিকের বাহিনী। উসমান ডেম্বেলের বাড়ানো বলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।

বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এমবাপ্পে। ম্যাচের ৮৯তম মিনিটে মাইকেল মেরিনো পিএসজির জাল খুঁজে নিলে হার ব্যবধান কমায় স্বাগতিক রিয়াল সোসিয়েদাদ।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে সবশেষ আটবারের মধ্যে তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি। আগের দু’বারের মধ্যে ২০১৯-২০ আসরে ফাইনাল ও ২০২০-২১ আসরে সেমিফাইনালে খেলেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ