২০২১ সাল থেকে শুরু হওয়া ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের পুরুষদের প্রতিযোগিতার এবারের আসরের ড্রাফটে নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও জাকের আলীসহ বাংলাদেশ জাতীয় দলের ১৬ ক্রিকেটার। অন্যদিকে নারী ড্রাফটে একমাত্র বাংলাদেশি হিসেবে রয়েছেন জাহানারা আলম।
আগামী ২০ মার্চ লন্ডনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ড্রাফটে নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে দ্য হান্ড্রেড। পুরুষ বিভাগে ৩৮৯ জন বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।
এর মধ্যে ড্রাফটে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার পাউন্ডে ৭ জন, দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখের শ্রেণিতে ৯ জন, তৃতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ডে বাংলাদেশি সাকিবসহ ১৪ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন।
এদিকে ৬০ হাজার পাউন্ডের (বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ লাখ ৫১ হাজার) ক্যাটাগরিতে লাল-সবুজের দুজন রয়েছেন। তারা হলেন, সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং ওপেনার লিটন দাস। অন্যদিকে ৫০ হাজার পাউন্ড শ্রেণিতে নাম লিখিয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।
এ ছাড়া নিজেদের সর্বনিম্ন কোনো দাম উল্লেখ করেননি বাকি ১০ জন বাংলাদেশি। এই তালিকায় আছেন- নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার এবং রনি তালুকদার। মেয়েদের ড্রাফটে থাকা জাহানারাও নিজের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেননি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ