ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাকের আলীর এক ইনিংসে যত রেকর্ড

প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৪, ১৩:৪০ | আপডেট: ০৫ মার্চ ২০২৪, ১৩:৪৩

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হেরেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টপ-অর্ডারের ব্যর্থতার গ্লানি মুছে আলো ছড়িয়েছেন দুই মিডিল-অর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। এই জুটি থেকেই এসেছে ১২২ রান। চারশোর বেশি রান ওঠা এই ম্যাচ সাক্ষী হয়েছে বেশ কিছু রেকর্ডের। রেকর্ড বুকে নাম উঠেছে মাত্রই চতুর্থ ম্যাচ খেলা জাকের আলী।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন অভিষিক্ত জাকের আলী। অন্যপ্রান্তে ৩১ বলে অর্ধশতক হাঁকিয়ে ৫৪ রানে প্যাভিলিয়নে ফেরেন প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা মাহমুদউল্লাহ।

৬৮ রানের ইনিংস খেলার পথে দেশের হয়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন জাকের আলী। এর আগে, পাকিস্তানের বিপক্ষে নাজিম-উদ্দিন, আয়ারল্যান্ডের বিপক্ষে জিয়াউর রহমান, ওমানের বিপক্ষে তামিম ইকবাল, শ্রীলঙ্কার বিপক্ষে লিটন দাস ও জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ এই কীর্তি গড়েছিলেন।

এদিন সমান ২০০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন জাকের আলী। যা কিনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ স্ট্রাইক রেট।

এর আগে, ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২২৫ দশমিক ৯২ স্ট্রাইক রেটে ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানের ইনিংস উপহার দেন মোহাম্মদ আশরাফুল।

লঙ্কানদের বিপক্ষে পার্টনারশিপেও রেকর্ড গড়েছেন জাকের। ওভারপ্রতি গড়ে ১৪ দশমিক ৪৪ রান তোলার রেকর্ড গড়েন জাকের-মেহেদী জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ।

প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান তুলতে পেরেছিল শান্ত-লিটনরা। শেষ পর্যন্ত ৩ রানের জয় পায় লঙ্কানরা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ