শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে লাল সবুজের বাংলাদেশ। জয়ের লক্ষ্যে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হচ্ছে।
এ ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন বিপিএল দিয়ে আলোচনায় আসা জাকের আলী অনিক। বাংলাদেশের হয়ে এর আগে তিনটি ম্যাচ খেলেন তিনি। যদিও সবগুলো ম্যাচই ছিল এশিয়ান গেমসে। তাই দ্বিপাক্ষিক সিরিজে আজই প্রথম খেলতে নামছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
অন্যদিকে আইসিসির নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। তার জায়গায় নেতৃত্ব দিচ্ছেন চারিথ আসালঙ্কা।
এদিকে, এই ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শ্রীলঙ্কা। ১৩ ম্যাচে লঙ্কানদের জয় ৯টিতে, বাংলাদেশের ৪টি। তবে সবশেষ চার ম্যাচে দুই দলই ছিলো সমানে সমান, জিতেছে দুটি করে ম্যাচ।
শ্রীলঙ্কা একাদশ: আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, মুস্তাফিজুর রহমান।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ