ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাঠে নামার আগে শান্তকে সাকিবের পরামর্শ

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ১৭:৩৪

বিশ্বকাপের শেষ পর্যন্তই নেতৃত্ব দিতে চেয়েছিলেন, পরে সেই কথাই রাখলেন সাকিব আল হাসান। যদিও ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক। ওই দিনই একসঙ্গে সব সংস্করণে নেতৃত্ব ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব দায়িত্ব ছাড়ার পর, নাজমুল হোসাইন শান্তর ঘাড়েই অধিনায়কত্বের দায়িত্ব চাপিয়েছে বিসিবি। চলতি বছরের জন্য তিন ফরম্যাটে তার ওপরেই আস্থা রাখছে টাইগার টিম ম্যানেজমেন্ট।

এর আগে দু-একটি সিরিজে নেতৃত্ব দিলেও, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ দিয়েই শুরু হচ্ছে টপ-অর্ডার এই ব্যাটারের দীর্ঘ মেয়াদী অধিনায়কত্বের অধ্যায়।

এদিকে দায়িত্ব ছাড়লেও নতুন অধিনায়ককে পরামর্শ দিতে ভুল করেননি সাকিব। রোববার (৩ মার্চ) নিজের নামে ব্র্যান্ড উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমে এ প্রসঙ্গে কথা বলেন অলরাউন্ডার।

শান্তকে পরামর্শ দিয়ে সাকিব বলেন, সবকিছু নিয়েই যত কম চিন্তা করবে, ততো ভালো থাকবে। যত বেশি চিন্তা করবে, তত চিন্তা বাড়বে ওর (শান্ত)।

প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা প্রসঙ্গে সাকিব বলেন, চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কা সবসময় আমাদের সঙ্গে ভালো ক্রিকেট খেলে। আমাদের প্রতিযোগিতাটাও অনেক ভালো মাঠে বা মাঠের বাইরে। দুই জায়গাতেই অনেক চ্যালেঞ্জ আছে। আমি আশা করছি, এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে পারবে বাংলাদেশ টিম এবং তিনটা ফরম্যাটেই ভালো খেলবে।

এসময় নিজের ব্র্যান্ড প্রসঙ্গেও কথা বলেন সাকিব, আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এই ব্র্যান্ড বড় করতে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের ভালো পরামর্শ এই ব্র্যান্ডের পণ্যের মানোন্নয়নে কাজে লাগবে। আমার সব ধরনের ব্যবসা ভালো লাগে। মাছের ব্যবসা আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, তাই স্টেপের সঙ্গে যাত্রা শুরু হলো।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ