ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

গুঞ্জনই সত্যি হলো

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০৪

দায়িত্বের ভার চেপে ধরেছে বিরাট কোহলিকে। তাইতো ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্বটা দিনকয়েক আগেই ছেড়েছিলেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান । তবে গুঞ্জন ছিল আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বটাও ছাড়তে পারেন কোহলি। সে গুঞ্জন সত্যি হলো এবার। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি।

রোববার রাতে আরসিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় বিষয়টা জানান কোহলি। সেই ভিডিওবার্তায় কোহলি বলেছেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরিবার ও অসাধারণ সমর্থকদের উদ্দেশে আজ আমি একটা ঘোষণা দিতে চাই। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, অধিনায়ক হিসেবে বেঙ্গালুরুতে এটাই আমার শেষ মৌসুম। আজ বিকেলেই দল ও পরিচালনা কমিটির সঙ্গে আমার কথা হয়েছে।’

কোহলির ভাষ্য, কিছুদিন আগেই জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছি, যেন অনেক বছর ধরে আমার ওপরে চেপে থাকা দায়িত্বের চাপটা কিছুটা কমে। যে দায়িত্ব আমার উপরে রয়েছে তা আরও ভাল ভাবে পালন করতে চাই। নিজেকে চনমনে রাখতে, মানসিক ভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে কী করতে চাই সেটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর বেঙ্গালুরুতে সবকিছুই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। তবে অধিনায়কত্ব ছাড়লেও বেঙ্গালুরুকে ছাড়ছেন না তিনি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ