ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬

ট্রফি উন্মোচন করলেও খেলতে পারছেন না হাসারাঙ্গা

প্রকাশনার সময়: ০৩ মার্চ ২০২৪, ১৭:২৫ | আপডেট: ০৩ মার্চ ২০২৪, ১৭:৩২

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলা শেষ হতেই আন্তর্জাতিক সিরিজ খেলতে ব্যস্ত হয়ে পড়েছেন টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে নাজমুলদের নতুন বছরের যাত্রা।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দল ‍দুটি। এরইমধ্যে রোববার (৩ মার্চ) দুপুর সোয়া ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে।

ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। ট্রফি উন্মোচন করলেও দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে পারবেন না লঙ্কান এই অধিনায়ক। তার পরিবর্তে দলে নেতৃত্ব দেবেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার চারিথ আসালাঙ্কা।

এরআগে, আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩ রানে হেরেছে শ্রীলঙ্কা। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে আম্পায়ার লিন্ডন এডওয়ার্ড হানিবলের একটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসারাঙ্গা। তাকে (হানিবল) আম্পায়ারিং বাদ দিয়ে অন্য কাজ খুঁজতে বলেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের অনুযায়ী ২.১৩ ধারা ভঙ্গ করেছেন হাসারাঙ্গা। যে কারণে তাকে তিনটি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া তার নামের পাশে আগেই দুটি ডিমেরিট পয়েন্ট ছিল। তাই আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের ভেতর কোনো ক্রিকেটার পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে একটি টেস্ট, দুটি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হবে।

শ্রীলঙ্কার পরবর্তী সফর বাংলাদেশের বিপক্ষে হওয়ায় ৪ মার্চ ও ৬ মার্চের ম্যাচেও খেলতে পারছেন না লঙ্কান এই অলরাউন্ডার।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ