ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬
বাংলাদেশ-শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি সিরিজের টিকিট মূল্য ঘোষণা

প্রকাশনার সময়: ০২ মার্চ ২০২৪, ১৪:৫৭ | আপডেট: ০২ মার্চ ২০২৪, ১৫:০৪

শেষ হয়েছে বিপিএল দশম আসরের ব্যস্ততা। এবার আন্তর্জাতিক অঙ্গনে ফেরার পালা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যেই বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা দল। তাদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়েই এবার হোম সিরিজ শুরু করবে টাইগাররা।

তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের সবগুলোই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শনিবার (২ মার্চ) এই সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সবচেয়ে আরামে খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে, যার টিকিট কেনা যাবে ১৫০০ টাকায়।

আর সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে গ্রিন ও ওয়েস্টার্ন গ্যালারির, এখানে বসে খেলা দেখতে খরচ করতে হবে মাত্র ২০০ টাকা।

এছাড়া ক্লাব হাউজ ৫০০ টাকা ও ইস্টার্ন গ্যালারির জন্য খরচ করতে হবে ৩০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রিকাভিবাজারের কাউন্টার থেকে এসব টিকিট কেনা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে বুথ।

মাত্র দুদিন বাদেই, ৪ মার্চ প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচ হবে ৬ মার্চ। দুটি ম্যাচই হবে সন্ধ্যা ৬টায়। অন্যদিকে তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে ৯ মার্চ বিকেল ৩টায়।

এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ