বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি সাকিবের রংপুর রাইডার্স ও তামিমের ফরচুন বরিশাল। ম্যাচটিকে আক্ষরিক অর্থে সেমিফাইনাল বলাই ভালো। কারণ, জিতলেই নিশ্চিত হবে ফাইনাল। আর হারলেই বিদায়।
মিরপুরে এমনই ডু-অর-ডাই ম্যাচে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান।
যার ফলে বাধ্য হয়েই আগে ব্যাট করতে নামছে সাকিব-সোহানের রংপুর রাইডার্স।
এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানো ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে অবতীর্ণ দলটি।
রংপুর রাইডার্স একাদশ:
রনি তালুকদার, শামীম হোসেন, সাকিব আল হাসান, শেখ মাহেদী, জেমস নিশাম, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নবি, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, ফজল হক ফারুকি।ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জেমস ফুলার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাকয়, তাইজুল ইসলাম।নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ