উসমান খান এবং উসামা মির, এই দুই ক্রিকেটারের দাপটের সামনে পাত্তাই পেলো না শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্স। ৬০ রানের বড় ব্যবধানে লাহোরকে হারিয়েছে রিজওয়ানের দল মুলতান সুলতানস।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে মুলতান। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন উসমান খান। ৫৫ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি। অন্যদিকে ৪ ওভারে ৪০ রান দিলেও একাই ৬টি উইকেট তুলে নেন উসামা মির। তাতেই ১৭ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায় লাহোর।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুলতান সুলতানস অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়কের উইকেট হারায় মুলতান। ৫ বল খেলেও কোনো রান করতে পারেননি রিজওয়ান।
তবে এরপরই ঘুরে দাঁড়ায় মুলতানের ব্যাটাররা। রিজা হেন্ডরিক্স এবং উসমান খান ৭০ রানের জুটি গড়ে তোলেন। যার মধ্যে ২৭ বলে ৪০ রান করেন রিজা। এরপর তৈয়ব তাহিরের সঙ্গে জুটি বাধেন উসমান খান। তৈয়ব তাহির ১৪ বলে ২১ রান করে আউট হলে, আর বেশিক্ষণ টিকতে পারেননি উসমানও।
১১ বাউন্ডারি এবং ২ ছক্কায় ৫৫ বলে ৯৬ রান করে আউট হন এ ওপেনার। শেষ দিকে ইফতিখার আহমেদ ১৮ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেললে ওই বিশাল স্কোর পায় মুলতান।
লাহোরের হয়ে শাহিন শাহ আফ্রিদি ২ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট ও সিকান্দার রাজা।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লাহোর কালান্দার্স। দুই ওপেনার সাহিবজাদা ফারহান ২১ বলে ৩১ রান করে আউট হয়ে যান। ফাখর জামান আউট হন ১৬ বলে ২৩ রান করে। রাসি ফন ডার ডুসেন ২২ বলে করেন ৩০ রান। ১৪ রানে অপরাজিত থাকেন কার্লোস ব্র্যাথওয়েট। ১৭ রান করেন সিকান্দার রাজা।
উসামা মির ছাড়াও ২ উইকেট নেন ফয়সাল আকরাম এবং ১টি করে উইকেট নেন খুশদিল শাহ ও শাহনাওয়াজ দাহানি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ