ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

বাজে অঙ্গভঙ্গি, নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২১

সৌদি প্রো লিগে আল শাবাব সমর্থকদের সামনে দৃষ্টিকটু উদযাপন করে সমালোচনার মুখে পড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতোমধ্যেই এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত। নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছেন একটা সময় রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতানো এই ফুটবলার।

দেশটির গণমাধ্যমের দাবি, রোনালদোর অনৈতিক আচরণ অনুসন্ধান শুরু করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। তদন্তে রোনালদোর বাজে আচরণ প্রমাণিত হলে কয়েক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। অতি দ্রুতই নিজেদের সিদ্ধান্ত জানাবে কমিটি।

রোববার আল নাসরের বিপক্ষে ম্যাচে মেসির নামে স্লোগান দেয় আল শাবার সমর্থকরা। ৩-২ গোলের জয়ের পর তাদের উদ্দেশ্য করে বাজে অঙ্গভঙ্গি দেখান রোনালদো। যা এরই মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সৌদি ফুটবল সমর্থক।

আল নাসরের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গোলে হেরে যায় আল শাবাব। ২১ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আল নাসর। আর সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে আল শাবাব। এদিকে এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নেইমারের আল হিলাল।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ