ইংল্যান্ডের করা ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ২১৯ রান তুলেছে ভারত। অর্থাৎ ইংল্যান্ডের থেকে এখনও ১৩৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
স্বাগতিক দল প্রথম ইনিংসে এ পর্যন্ত ৭৩ ওভার ব্যাট করেছে। ধ্রুব জুরেল ৫৮ বলে ৩০ রান নিয়ে অপরাজিত আছেন। ২টি চার ও ১টি ছক্কা মারেন এই তরুণ। ৭২ বলে ১৭ রান করে তাকে দারুণ সঙ্গ দেন কুলদীপ যাদব।
এর আগে সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে রাঁচির মাঠে নামে ভারত। টস-ভাগ্য সঙ্গ না দিলেও ম্যাচে ভারতের শুরুটা মন্দ হয়নি। প্রথম দিনের প্রথম সেশনেই ইংল্যান্ডের অর্ধেক ব্যাটারকে সাজঘরে ফেরান ভারতীয় বোলাররা।
তবে জো রুট ঢাল হয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন ভারতীয় বোলিং আক্রমণের সামনে। ক্যারিয়ারের ৩১তম টেস্ট সেঞ্চুরি আদায় করা জো রুটই ইংল্যান্ডকে তাদের প্রথম ইনিংসে ৩০০ রানের গণ্ডি পার করান। ২৭৪ বল খেলে ১০টি চারের মারে ১২২ রান করে আউট হন রুট।
যদিও দ্বিতীয় দিনে এসে ইংল্যান্ডকে দ্রুত অল-আউট করতে সক্ষম হয় ভারত। তবে পাল্টা ব্যাট করতে নেমে মোটেও স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া। নিজেদের প্রথম ইনিংসে ২০০ রানের গণ্ডি টপকাতেই ৭ উইকেট হারিয়ে বসেছে তারা।
এর মাঝেও লড়াকু হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল। ১১৭ বলে ৮টি চার ও একটি ছয়ে ৭৩ রান করে আউট হন বাঁহাতি ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে গুবমান গিলের ব্যাট থেকে।
ইংলিশ বোলারদের মধ্যে অফস্পিনার শোয়েব বশির ৮৪ রানে ৪টি উইকেট নিয়েছেন। ৪৭ রানে ২টি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার টম হার্টলি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ