ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬

আফিফের ফিফটিতে খুলনার পুঁজি ১২৮

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৮

নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স। যদিও কোনো দলেরই প্লে-অফে খেলার সম্ভাবনা নেই। বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচটি ভালো করার আশা ছিল খুলনা টাইগার্সের। সেই লক্ষ্যেই ব্যাট করতে নামেন দুই ওপেনার এনামুল হক ও আফিফ হোসেন। তবে এনামুলের দ্রুত ফিরে গেলেও আফিক হাঁকিয়েছেন দুর্দান্ত ফিফটি।

আফিফ ৩৫ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেললেও শেষ দিকের ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংয়ে বেশিদূর এগুতে পারেনি খুলনা। ৮ উইকেটে ১২৮ রান করতে পেরেছে এনামুল হকের দল। অর্থাৎ লিগ পর্বের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে করতে হবে ১২৯ রান।

শুক্রবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ বলে ১০ রান করে শফিকুল ইসলামের সুইং করা বলে বোল্ড হন এনামুল। সামিত প্যাটেলের বলে ইয়াসির আলির হাতে ধরা পড়ার আগে আফিফের হাফসেঞ্চুরিতে ছিল ৩ চার আর ৪ ছক্কার মার।

এছাড়া মিডলঅর্ডারে নামা ওয়ানে পার্নেল পেয়েছেন ১৪ বলে ২১ রান। ১২ বলে ১১ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ৮ বলে ১১ রান করেছেন নাহিদুল হাসান। এছাড়া আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। অবশেষে ১২৮ রানেই থেমে যায় খুলনার ইনিংস।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ