কুমিল্লার জন্য নিয়মরক্ষার হলেও প্লে-অফ নিশ্চিত করতে বরিশালের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। জিতলেই নিশ্চিত হবে প্লে-অফ। তবে বড় ব্যবধানে হারলে কপাল পুড়তে পারে তামিম-রিয়াদের। তাকিয়ে থাকতে হবে খুলনার হারের দিকে।
এমন সমীকরণ মাথায় নিয়ে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ফরচুন বরিশাল।
টস হেরে ব্যাটিং পাওয়া কুমিল্লার হয়ে এ ম্যাচে সুনিল নারিনকে নিয়ে ওপেনে নামেন লিটন দাস। তবে বরিশালের বোলারদের সামনে তেমন সুবিধা করতে পারেননি একজনও। দুটি চার ও একটি ছয় হাঁকালেও ১৮ বল খেলে ১৬ রানের বেশি করতে পারেননি নারিন।
অন্যপ্রান্তে ব্যর্থ হন লিটনও। তাইজুলের বলে সরাসরি বোল্ড হওয়া অধিনায়ক করতে পারেন ১২ বলে ঠিক ১২ রান। এতে পাওয়ার প্লে-তে মাত্র ৩৭ রান তোলা কুমিল্লা তাদের দ্বিতীয় উইকেট হারায় ৩৮ রানেই।
এরপর ৯ম ওভারের প্রথম বলেই তাইজুল তুলে নেন ক্রিজে নতুন আসা মাহিদুল ইসলাম অঙ্কনকেও (৬ বলে ১)। যাতে ৪০ রানেই তৃতীয় উইকেট হারিয়ে বসে প্লে-অফ নিশ্চিত করা দলটি।
এ অবস্থায় তরুণ তৌহিদ হৃদয়কে নিয়ে লড়ে যাচ্ছেন ইংলিশ ব্যাটার মঈন আলী।
এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তামিম বাহিনী। একাদশে সুযোগ পেয়েছেন আহমেদ শেহজাদ, তাইজুল ইসলাম ও আকিভ জাভেদ। বাদ পড়েছেন থমাস ব্যান্টন, খালেদ আহমেদ ও কেশব মহারাজ।
অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে খেলছে কুমিল্লা। রিশাদ ও আলিস ইসলামকে বসিয়ে একাদশে নিয়েছে এনামুল হক ও তানভীর ইসলামকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, ম্যাথিউ ফোর্ড , জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এনামুল হক, মুসফিক হাসান ও তানভীর ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, তাইজুল ইসলাম, আকিভ জাভেদ, সৌম্য সরকার, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ওবেদ ম্যাককয়, ও মোহাম্মদ সাইফউদ্দিন।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ