রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

রোনালদো নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে আল নাসর

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬

প্রথম লেগেও গোল করে দলকে জিতিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় লেগেও পেলেন গোলের দেখা। পর্তুগিজ এই তারকার নৈপুণ্যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে আল নাসর।

শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে নিজেদের মাঠে আল ফায়হাকে ২-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। দলের হয়ে একটি করে গোল করেন ওতাভিও ও রোনালদো। আগের লেগে ১-০ ব্যবধানের জয়ের ফলে ৩-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে সৌদি প্রো লিগের দলটি।

ম্যাচ শুরুর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি আল নাসর। সপ্তদশ মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় তারা। তবে পরের গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের শেষদিক পর্যন্ত। ৮৬তম মিনিটে সতীর্থের দেওয়া পাস ধরে এগিয়ে যান রোনালদো, গোলরক্ষক ঠিকঠাক ক্লিয়ার করতে না পারায় পায়ের ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আল নাস্‌রের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। আগামী মার্চের প্রথম সপ্তাহে প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ