ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কনওয়ে-রবিন্দ্রর ব্যাটে কিউয়িদের রান বন্যা

প্রকাশনার সময়: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৪

ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্রর ব্যাটিং ঝড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান বন্যা বইয়ে দিলো নিউজিল্যান্ড। বুধবার (২১ ফেব্রুয়ারি) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সফরকারী বোলারদের বেধড়ক পিটিয়ে ২১৫ রানের স্কোর গড়ে স্বাগতিকরা।

ওয়েলিংটনে এদিন সকালে টস জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনাই পায় নিউজিল্যান্ড। মারকুটে ব্যাটিংয়ে মাত্র পাঁচ ওভারেই ৬০ রান তুলে ফেলে স্বাগতিকরা।

দলীয় ৬১ রানের মাথায় ফিন অ্যালেন আউট হলেও থামেনি সেই ঝড়। মাত্র ১৭ বলে ৩২ করা অ্যালেন ফিরলে, ক্রিজে এসে ঝড় তোলেন রাচিন রবিন্দ্র। সেইসঙ্গে বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে গড়েন ৬৪ বলে ১১৩ রানের দুরন্ত এক জুটি।

এরমধ্যে ৩৪ বলে ফিফটি আদায় করে স্কোর বড় করার লক্ষ্যেই ছুটছিলেন কনওয়ে। তবে মার্শের শিকার হয়ে তাকে ফিরতে হয় ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেই। যদিও তার আগেই মাত্র ২৯ বলে ফিফটি পূরণ করে কামিন্সের শিকার হন তরুণ রবিন্দ্র।

তার ৩৫ বলে ৬৮ রানের ইনিংসে ছিল মাত্র ২টি চারের সঙ্গে ছয়টি বিশাল ছক্কা। আর সঙ্গী ফিরতেই যেন মনোসংযোগে ব্যাঘাত ঘটে কনওয়ের। পরের বলেই আউট হওয়া কিউয়ি ওপেনারের ইনিংসে ছিল পাঁচটি দর্শনীয় চারের সঙ্গে দুটি ছয়ের মার।

১৭তম ওভারে দলীয় ১৭৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারানোর পর বাকি পথটুকু নিরাপদেই কাটিয়ে দেন গ্লেন ফিলিপস ও মার্ক চ্যাপম্যান। দুজনে মিলে শেষ ২৩ বলে ৪১ রান যোগ করে দলীয় স্কোরকে নিয়ে যান ২১৫’র ঘরে।

যেখানে ফিলিপসের অবদান মাত্র ১০ বলে ১৯ এবং চ্যাপম্যানের অবদান ১৩ বলে ১৮। অজি বোলারদের মধ্যে স্টার্ক, কামিন্স ও মার্শ একটি করে উইকেট পান। তবে সবচেয়ে বেশি ঝড় বইয়ে যায় দুই স্পিনার ম্যাক্সওয়েল ও জাম্পার ওপর দিয়ে। দুজনেই রান দিয়েছেন যথাক্রমে ১৬ ও ১৪ ইকোনমিতে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ