অবশেষে কাঙ্ক্ষিত শতকের দেখা পেলেন জুনিয়র তামিম খ্যাত তানজিদ হাসান তামিম। তার রেকর্ড গড়া শতকে খুলনাকে উড়িয়ে ৬৫ রানের জয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রামে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯২ রানের বড় স্কোর গড়ে স্বাগতিক দল।
যে স্কোর গড়ার পথে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন চট্টগ্রামের ওপেনার তানজিদ হাসান তামিম। ৫৮ বলে সেঞ্চুরি পূরণ করা ছোট তামিম শেষ পর্যন্ত আউট হওয়ার আগে খেলেন ক্যারিয়ার সেরা ১১৬ রানের ইনিংস। তার ৬৫ বলের এই দুর্ধর্ষ ইনিংসে ছিল সমান ৮টি করে চার-ছয়ের মার।
দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন টম ব্রুস। এছাড়া সৈকত আলী ১৭ বলে ১৮, রোমারিও শেফার্ড ৫ বলে ১০ এবং অধিনায়ক শুভাগত ৩ বলে ৭ রান করলে বিশাল ওই স্কোর পায় চট্টগ্রাম।
খুলনার পক্ষে এদিন পারনেল, নাসুম, হোল্ডার ও মুকিদুল প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে চট্টগ্রামের বোলারদের তোপের মুখে ১২৭ রানেই গুটিয়ে যায় এনামুল হকের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে অধিনায়ক বিজয়ের ব্যাট থেকেই। এছাড়া শাই হোপ ৩১ ও জেসন হোল্ডার ১৮ রান করেন। দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউই।
চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম ৩টি উইকেট তুলে নেন। এছাড়া বিলাল খান ২টি এবং সালাউদ্দিন সাকিল, শহিদুল ইসলাম, শেফার্ড ও নাহিদুজ্জামান পান একটি করেন উইকেট।
এদিকে, এই জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল চট্টগ্রাম। অন্যদিকে বরিশালের আরেকটি হারের জন্য তাকিয়ে থাকতে হবে খুলনাকে।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ