ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছোট তামিমের দুরন্ত শতকে চট্টগ্রামের বড় স্কোর

প্রকাশনার সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৫
তানজিদ তামিমের শতক উদযাপন। ছবি- ক্রিকইনফো

অবশেষে কাঙ্ক্ষিত শতকের দেখা পেলেন জুনিয়র তামিম খ্যাত তানজিদ হাসান তামিম। তার রেকর্ড গড়া শতকে প্লে-অফে ওঠার বাঁচা-মরার ম্যাচে খুলনার বিপক্ষে বড় পুঁজি পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

চট্টগ্রামে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯২ রানের বড় স্কোর গড়ে স্বাগতিক দল।

যে স্কোর গড়ার পথে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন চট্টগ্রামের ওপেনার তানজিদ হাসান তামিম। ৫৮ বলে সেঞ্চুরি পূরণ করা ছোট তামিম শেষ পর্যন্ত আউট হওয়ার আগে খেলেন ক্যারিয়ার সেরা ১১৬ রানের ইনিংস। তার ৬৫ বলের এই দুর্ধর্ষ ইনিংসে ছিল সমান ৮টি করে চার-ছয়ের মার।

দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন টম ব্রুস। এছাড়া সৈকত আলী ১৭ বলে ১৮, রোমারিও শেফার্ড ৫ বলে ১০ এবং অধিনায়ক শুভাগত ৩ বলে ৭ রান করলে বিশাল ওই স্কোর পায় চট্টগ্রাম।

খুলনার পক্ষে এদিন পারনেল, নাসুম, হোল্ডার ও মুকিদুল প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ