হারলেই বিদায়! এমন সমীকরণে থাকা সিলেট স্ট্রাইকার্সকে ১৮৪ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ফরচুন বরিশাল। মুশফিকের ফিফটি, কাইল মায়ার্সের ৪৮ ও মিরাজ-রিয়াদের শেষের ঝড়ে ১৮৩ রানের বড় সংগ্রহই গড়ে ৫ উইকেট হারানো তামিমের দল।
চট্টগ্রামে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিপিএলের ৩৫তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল।
ব্যাট করতে নেমে অবশ্য শুরুরটা তেমন ভালো হয়নি তামিম-শেহজাদের। মাত্র ২৩ রানেই পাকিস্তানি ওপেনারকে হারায় বরিশাল। ১১ বলে ১৭ রান করে ফেরেন আহমেদ শেহজাদ। ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক তামিমও। পাওয়ার প্লে-র শেষ ওভারে ফেরেন দলীয় ৪২ রানের মাথায়, ১৮ বলে ১৯ করে। দুজনেই মারেন সমান ৩টি করে চার।
দুই ওপেনার ফেরার পরই আরেকটা ধাক্কা খায় বরিশাল। ৮ বলে ৮ রান করা সৌম্যকে হারায় তারা দলীয় ৬৫ রানে। এরপর অবশ্য দারুণ এক জুটি পায় দলটি। মুশফিকুর রহিম ও কাইল মায়ারস মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৪৮ বলে ৮৪ রান।
মূলত এই জুটিতে ভর করেই বড় স্কোরের ভিত পায় বরিশাল। এর মধ্যে মায়ার্স ৪৮ করে ফিরলেও, ২৯ বলে ফিফটি পূরণ করেন মুশফিক। ক্যারিবীয় ব্যাটারের ৩১ বলের ইনিংসে ছিল সমান তিনটি করে চার ও ছয়। সমান সংখ্যক বাউন্ডারি মারেন ৩২ বলে ৫২ করে আউট হওয়া মুশফিকও।
এছাড়া শেষ দিকে নেমে দুই ছক্কায় মেহেদি মিরাজের ৭ বলে ১৫ ও রিয়াদের ১২ বলে ১২ রানের দুই ইনিংসে পৌনে দুইশ ছাড়ানো স্কোর গড়ে বরিশাল।
সিলেটের বোলারদের মধ্যে তানজিম সাকিব ৩টি এবং হ্যারি টেক্টর ও শফিকুল ইসলাম একটি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে সিলেট। শূন্য রানেই দুই উইকেট হারিয়ে বসেছে তারা।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ