ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

সাড়ে ৪শ করেও স্বস্তিতে নেই ভারত

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৩

রাজকোটে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেও স্বস্তিতে নেই ভারত। রোহিত শর্মাদের বিপক্ষে তৃতীয় টেস্টে দ্রুত রান তুলছে ইংল্যান্ড। নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ওপেনার বেন ডাকেট। শতক হাঁকিয়ে দিন শেষে ১৩৩ রান করে অপরাজিত এই ওপেনার। যাতে মাত্র ২ উইকেটে ২০৭ রান তুলেছে ইংল্যান্ড।

প্রথম দিনের শেষে ভারত তুলেছিল ৩২৬ রান, ৫ উইকেট হারিয়ে। দ্বিতীয় দিনে ভারতের ইনিংস শেষ হয় ৪৪৫ রানে। কিন্তু ইংল্যান্ড প্রতি ওভারে প্রায় ৬ রান করে তোলে। দিনের শেষে ২০৭ রানে পৌঁছে যায় ৩৫ ওভার খেলেই। ডাকেট ১১৮ বলে ১৩৩ রান করেন। ২১টি চার এবং দু'টি ছক্কা মারেন। ডাকেটের সঙ্গে ৯ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক জো রুট।

ভারতের পাঁচ বোলারের মধ্যে সবচেয়ে বেশি রান দিয়েছেন মোহাম্মদ সিরাজ। তার বোলিংয়ে এদিন কোনো বৈচিত্র পাওয়া যায়নি। ১০ ওভারে ৫৪ রান দিয়ে একটি উইকেট পান এই পেসার।

রান দিয়েছেন কুলদীপ যাদবও। ৬ ওভারে ৪২ রান দিলেও কোনো উইকেট পাননি বাঁহাতি স্পিনার। এছাড়া উইকেটহীন ছিলেন জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাও। অন্যদিকে ৭ ওভারে ৩৭ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যার মধ্যদিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার।

সিরিজ ১-১ সমতায় রাজকোটে তৃতীয় টেস্ট খেলতে নামে ভারত ও ইংল্যান্ড। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা সামলেছেন অশ্বিন ও ধ্রুব জুরেল। দ্বিতীয় সেশনে তারা আউট হওয়ার পর বুমরা ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৬ রান যোগ করেন। তার ২৮ বলের ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা। যা ভারতকে ৪৪৫ রানে পৌঁছে দিতে সাহায্য করে।

দ্বিতীয় দিনের শুরুতেই নাইটওয়াচম্যান কুলদীপ যাদবের উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন। কুলদীপের ব্যাটে খোঁচা লেগে উইকেটরক্ষক বেন ফোকসের কাছে ক্যাচ চলে যায়। তারপর বেশি ক্ষণ টিকতে পারেননি রবীন্দ্র জাদেজাও। ১১২ রান করে আউট হয়ে যান তিনি। প্রথম দিনে ভারত শেষ করে ৩২৬ রানে ৫ উইকেট। দ্বিতীয় দিনের সকালেই সেটা হয় ৩৩১ রানে ৭ উইকেট। ইংল্যান্ডের বোলাররা ম্যাচে ফেরার একটা সম্ভাবনা তৈরি করেন। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দেন অশ্বিন ও অভিষিক্ত জুরেল।

বৃহস্পতিবার অন্য অভিষেককারী সরফরাজ খানের মতো জুরেলকেও এদিন ব্যাট হাতে সাবলীল দেখাচ্ছিল। শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলছিলেন। কিন্তু অর্ধশতরান থেকে মাত্র ৪ রান দূরেই থেমে যেতে হয় জুরেলকে। রেহান আহমেদের বলে খোঁচা দেন তিনি। বল জমা হয় ইংরেজ উইকেটরক্ষকের গ্লাভসে। ১০৪ বলে ৪৬ রান করেন জুরেল। তার সঙ্গী অশ্বিন ৮৯ বলে ৩৭ রান করেন। দু'জনে মিলে গড়েন ৭৭ রানের জুটি।

ইংলিশ বোলারদের মধ্যে মার্ক উড ৪টি এবং রেহান ২টি উইকেট লাভ করেন।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ