দর্শক উপস্থিতি, রান সবকিছু মিলিয়ে দারুণভাবেই চলছে এবারের বিপিএল। চট্টগ্রামে চলছে বিপিএলের চতুর্থ পর্ব। এরই মধ্যেই ঘটলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ম্যাথু ফোর্ডের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
রংপুর কাপ্তান সোহান ভুল করে ফোর্ডের রুমে ঢুকে পড়ায় তর্কাতর্কির এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে রংপুর রাইডার্সের লজিস্টিক ম্যানেজার রনি বলেন, ঘটনা কিছু ঘটে থাকলেও তা পাঁচ মিনিটের মধ্যে মিটে গিয়েছিল। বিষয়টিকে ছোট ঘটনা উল্লেখ করে গণমাধ্যমে আসার মতো নয় বলেও তিনি মন্তব্য করেন।
সোহানের সঙ্গে মিডিয়াতে আসার মতো কিছু ঘটেনি জানিয়ে তিনি আরও বলেন, পাঁচটা দল এক হোটেলে থাকছে। একই ফ্লোর শেয়ার করতে হচ্ছে। যে কারণে একটা খেলোয়াড় এদিক যায়, একজন ওদিক যায়। এদিক-ওদিক থেকে নানা কথা আসে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ান সংস্কৃতির পার্থক্য আছে। কথার টোনের কারণে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল।
লজিস্টিক ম্যানেজার রনি বলেন, সোহান তার রুমে আসতে গিয়ে অন্য রুমে যাচ্ছিল, সেখানে তারা ৪-৫জন ছিলেন। বড় কিছু হয়নি। ছোট-খাটো কিছু হলেও দুই ম্যানেজার মিলে পাঁচ মিনিটের মধ্যে তা সমাধান করে ফেলেন। এটা বিসিবিতে যাওয়ার মতো ঘটনাও না।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ