ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬

ঢাকাকে উড়িয়ে তৃতীয় স্থানে বরিশাল

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫

চলতি বিপিএলে দুর্দান্ত শুরু করে ফরচুন বরিশাল। যদিও হ্যাটট্রিক হারে ছন্দ হারায় তামিম-রিয়াদরা। এরপরের পাঁচ ম্যাচে ৪ জয় তুলে নিয়েই ঘুরে দাঁড়ায় তারা। যার মধ্যে ৯ম ম্যাচে ঢাকাকে ২৭ রানে হারায় বরিশাল।

যাতে ৯ ম্যাচের পাঁচটিতে জিতে এখন চট্টগ্রামকে হটিয়ে টেবিলের তৃতীয় স্থান দখল করেছে তামিম ইকবালের দল।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। ব্যাটিং শেষে দুর্দান্ত ঢাকাকে ১৮৭ রানের বড় লক্ষ্য দেয় দলটি।

জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৯ রান তুলতে পারে ঢাকা। এতে ২৭ রানের জয় পায় বরিশাল। অন্যদিকে দশ ম্যাচ খেলে ৯টিতেই হার দেখলো মোসাদ্দেক-তাসকিনের দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ঢাকা। ৪ বলে ১০ রান করে আউট হন নাঈম শেখ। আর ২ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার অ্যাডাম রোসিংটন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ৪ বলে মাত্র ২ রান করে আউট হন ডানহাতি ব্যাটার।

এ অবস্থায় শেন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অ্যালেক্স রস। তবে ইনিংস বড় করতে পারেনি জিম্বাবুইয়ান। ১৫ বলে ১২ রান করে আউট হন এই বাঁহাতি। ৯ বলে ৬ রান করে তার পথেই হাঁটেন এসএম মেহরব। অধিনায়ক মোসাদ্দেক হোসাইন করেন ১০ বলে ৮ রান।

অন্যদিকে ৩ বলে ৬ রান করে আশা যাওয়ার মিছিলে যোগ দেন আলাউদ্দিন বাবুও। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি পূরণ করেন রস। তাকে সঙ্গ দেওয়া তাসকিন আহমেদ আউট হন ১২ বলে ১০ রান করে।

১৭তম ওভারেই ৮ উইকেট হারানো ঢাকার জন্য শেষ ওভারে দরকার ছিল ৫১ রান। যে কারণে আগেই ম্যাচ হেরে বসা দলটির হয়ে শেষ ছয় বলে ২৩ রান তুলে ব্যবধানই কমাতে পারেন রস।

এতে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৯ রানে থেমে যায়। আর ২৭ রানের জয় পায় বরিশাল। ৪৯ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন অ্যালেক্স রস।

ফরচুন বরিশালের হয়ে সাইফউদ্দিন ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া কেশব মহারাজ ও ওবেদ ম্যাকয় একটি উইকেট নেন।

ম্যাচে ৪৫ বলে ৭১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন লোকালবয় তামিম ইকবাল।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ