চলতি বিপিএলে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনেও দেখা মিলেছে রান বন্যার। প্লে-অফের দৌড়ে টিকে থাকার ম্যাচে ব্যাট হাতে ক্যারিশমাটিক শো দেখিয়েছেন তামিম ইকবাল। তার ৭১ রানের ঝোড়ো ইনিংস ও শেষ দিকে সাইফউদ্দিনের ক্যামিওতে বড় স্কোরই গড়েছে বরিশাল।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল।
যার জবাব দিতে নেমে ৪১ রানেই ৪ উইকেট হারিয়ে রীতিমত ধুঁকছে নিজেদের হারিয়ে খুঁজে ফেরা দুর্দান্ত ঢাকা।
এর আগে বরিশালের হয়ে ইনিংস ওপেনে নেমে দারুণ সূচনা করেন অধিনায়ক তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। পাকিস্তানি ব্যাটার ব্যক্তিগত ২৪ রানে ফিরলে ভাঙে ৭৬ রানের উদ্বোধনী জুটি।
এরপর অবশ্য বড় কিছুর আভাস দিয়েও দ্রুত মাঠ ছাড়েন সৌম্য সরকার (২৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ (১৩)। তবে সতীর্থদের যাওয়া-আসার মিছিলে আক্রমণাত্মক ইনিংস খেলে ৩৪ বলে নিজের ফিফটি তুলে নেন তামিম। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৭১ রানের মারকাটারি এক ইনিংস খেলেন বাঁ-হাতি এই ব্যাটার।
এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি মুশফিক আর মিরাজও। অল্প রানেই ফেরেন এই দুই ব্যাটার। তবে শেষ দিকে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের একরকম তুনোধুনো করে ছাড়েন সাইফউদ্দিন। সমান দুটি করে চার ও ছক্কায় ২৩ রানের দুর্দান্ত এক ক্যামিও খেলেন এই অলরাউন্ডার।
অন্যপ্রান্তে ১০ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। যাতে বড় ওই সংগ্রহ পায় বরিশাল।
বল হাতে ঢাকার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আলাউদ্দিন বাবু। এছাড়া তাসকিন দুটি ও শরিফুল একটি করে উইকেট শিকার করেন।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ