বিপিএল দশম আসরের চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি দুর্দান্ত ঢাকা। আজ জিতে টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের স্বাদ পেতে চায় টেবিলের তলানিতে থাকা দলটি।
তবে ঢাকাকে হারিয়ে প্লে-অফের দৌড়ে থাকার লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল।
এর আগে ৯ ম্যাচের ৮টিতেই হেরে ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে তাসকিন-মোসাদ্দেকের ঢাকা। বরিশালের বিপক্ষে এই ম্যাচটি তাই তাদের জন্য শুধুই নিয়মরক্ষার।
অন্যদিকে ৮ ম্যাচে ৪ জয়ে সেরা চারে বরিশালের অবস্থান। পয়েন্ট তালিকার তিনে পা রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না তামিমের দল।
ম্যাচটিতে দুই দলের সেরা একাদশেই পরিবর্তন এসেছে। পেসার আকিফ জাভেদকে বসিয়ে কেশব মহারাজকে দলে নিয়েছে বরিশাল। এই ম্যাচ দিয়ে বিপিএল অভিষেক হচ্ছে প্রোটিয়া স্পিনারের।
এর আগে, দুই দলের প্রথম দেখায় ৪০ রানে জয় পায় বরিশাল। তামিম-মুশফিকদের ছুঁড়ে দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৯ রানেই গুটিয়ে যায় তাসকিন আহমেদের দল।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ওবেদ ম্যাককয়, কেশব মহারাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।দুর্দান্ত ঢাকা একাদশ: মোহাম্মদ নাইম শেখ, অ্যালেক্স রস, মেহরব হাসান, শন উইলিয়ামস, মোসাদ্দেক হোসেন, অ্যাডাম ম্যাথু রসিংটন (উইকেটকিপার), আলাউদ্দিন বাবু, সাইফ হাসান, তাসকিন আহমেদ (অধিনায়ক), আরাফাত সানি ও শরিফুল ইসলাম।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ