ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ফের বঞ্চিত ভারত, যুবাদের শিরোপাও ঘরে তুলল অজিরা

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৩

গেল বছরও ওয়ানডে বিশ্বকাপে ভারতকে তাদের মাটিতে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার যোগ্য উত্তরসূরী হিসেবে একই প্রতিপক্ষকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও ছিনিয়ে নিলো অজি যুবারা। এনিয়ে চতুর্থবার যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল অস্ট্রেলিয়া।

রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অনুষ্ঠিত ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে ৭৯ রানে হারায় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৩ রানের লক্ষ্য দাঁড় করায় অস্ট্রেলিয়া। যুব বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটিই সবোর্চ্চ রান। যা এরআগে কোনো দলই করতে পারেনি। বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৪ রানেই গুটিয়ে যায় ভারত।

অস্ট্রেলিয়ার হয়ে ৬৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন ভারতীয় বংশোদ্ভূত হারজাস সিং। এছাড়া ফিফটির কাছে গিয়েই সাজঘরে ফিরতে হয় হ্যারি ডিক্সন (৪২), হিউ ওয়েইবগেনকে (৪৮)। ৪৩ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৬ রানে অপরাজিত ছিলেন অলিভার পিক।

তাড়া করতে নেমে মাহলি বেয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলানের বোলিংয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ভারত। সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার আদর্শ সিং। শেষ দিকে মুরুগান অভিষেকের ৪২ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। অজিদের হয়ে বেয়ার্ডম্যান ও ম্যাকমিলান দুজনেই শিকার করেন তিনটি করে উইকেট। এছাড়া ক্যালাম ভিডলার নেন দুটি উইকেট

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল: ২৫৩/৭ (হার্জাস ৫৫, পিক ৪৬*, ওয়েইবগেন ৪৮; রাজ ৩/৩৮, তিওয়ারি ২/৬৩)

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ১৭৪/১০ (আদর্শ ৪৭, অভিষেক ; বেয়ার্ডম্যান ৩/১৫, ম্যাকমিলান ৩/৪৩)

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ