ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন রিফাত

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৭

দেশের ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরি করে নতুন কীর্তি গড়েছেন ১৬ বছর বয়সী রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে তিনি এ কীর্তি গড়েন। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের এটিই হলো প্রথম কোনো ব্যাটারের ট্রিপল সেঞ্চুরির রেকর্ড।

রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ১৪৩ রান তুলে অলআউট হয় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে বিকেএসপির ওপেনার রিফাত বেগ একাই করেন ৩২০ রান। এমন ইতিহাস গড়তে ৬৫০ মিনিট মানে প্রায় ১১ ঘণ্টা (১০ ঘণ্টা ৫০ মিনিট) উইকেটে ছিলেন বিকেএসপির এই ওপেনার।

ঢাকা মেট্রোর বিপক্ষে ২৯ চার ও ৪ ছক্কায় ৪৮৩ বলে ৩২০ রানের অপরাজিত এই ইনিংস সাজিয়েছেন তিনি।

বিকেএসপির হয়ে অধিনায়ক তাফসির আরাফাত তাসিব চারটি এবং ফারহান শাহরিয়ার ৩ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়ে বিকেএসপি। প্রথম ইনিংসে ৫৪৯ রান তুলে দলটি।

রিফাতের ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি আরেক ওপেনার ফাহিম মুনতাসির ৫৭ এবং টপ-অর্ডারের ইয়াসিন আরাফাতের ৪৫ রানের সুবাদে এই সংগ্রহ দাঁড় করায় তারা।

ঢাকা মেট্রোর হয়ে ৫ উইকেট নেন লেগ স্পিনার আবু সুফিয়ান শাওন।

প্রথম ইনিংসে ৪০৬ রানে পিছিয়ে ফের ব্যাট করছে ঢাকা মেট্রো। দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত বিনা উইকেটে ৮১ রান তুলেছে তারা। তাই এখনও ৩২৪ রানে এগিয়ে বিকেএসপি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ