ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

রংপুরের বিশাল স্কোর, পারবে কি চট্টগ্রাম?

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪

ফিফটি পেয়েছেন দুই বিদেশি জিমি নিশাম ও রিজা হেনড্রিকস। ব্যাটে ঝড় তুলেছেন রনি-সাকিব-সোহানরাও। যার সমন্বয়ে বিপিএলের চলতি আসরে শীর্ষস্থান পোক্ত করতে সর্বোচ্চ রানের স্কোর গড়ল রংপুর রাইডার্স।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরে চট্টগ্রামের বোলারদের বেধড়ক পিটিয়ে মাত্র ৩টি উইকেট হারিয়ে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়েছে সোহানের দল।

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর দলপতি নুরুল হাসান সোহান। রংপুরের হয়ে ইনিংস গোড়াপত্তনে নামেন রনি তালুকদার ও রিজা হেনড্রিকস। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন তারা। পাওয়ার প্লেতে ৫২ রান যোগ করে এই জুটি।

এরপর দলীয় ৬১ রানে রনি ফিরলে ভাঙে রংপুরের ওপেনিং জুটি। একটি ছক্কা ও ৩ চারের মারে ১৭ বলে ২৪ করে ফেরেন এই ওপেনার। রনি ফিরলেও একপ্রান্ত আগলে রেখে স্বমহিমায় খেলতে থাকেন প্রোটিয়া ব্যাটার।

বিপিএল মাতাতে এসেই দেখা পান ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির। ইনিংসের ১৩তম ওভারে শহিদুল ইসলামকে চার হাঁকিয়ে ৩৬ বলে ফিফটি পূরণ করেন হেনড্রিকস। পাশাপাশি সাকিবের সঙ্গেও যোগ করেন ৫০ রান।

এরপরই অবশ্য রনে ভঙ্গ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। সালাউদ্দিন শাকিলের বলে ফেরার আগে এক ছক্কা ও ৩ চারে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেন টাইগার দলপতি।

সাকিব ফেরার ওভারেই সাজঘরে ফেরেন রিজাও। মারমুখি ব্যাটিংয়ে বোলারদের তুলোধুনো করে ৪১ বলে ৫৮ রানের ঝলমলে এক ইনিংস খেলেন এই ডানহাতি। রংপুরের স্কোর তখন ১২২।

ইনিংসের তখনও ৪৫টি বল বাকি। তবে এই ৪৫ বলে আর কোনো উইকেট পড়তে না দিয়েই, ৮৯ রান যোগ করেন নিশাম ও সোহান। চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে এরমাঝেই নিজের ফিফটি তুলে নেন কিউয়ি মারকুটে জিমি নিশাম।

২৬ বলে ফিফটি হাঁকানো কিউয়ি ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫১ রানেই। যে ইনিংসে ছিলো পাঁচটি চারের সঙ্গে তিনটি ছয়ের মার। অন্য প্রান্তে ২১ বলে ৩১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রংপুর অধিনায়ক।

চট্টগ্রামের হয়ে এদিন বেধড়ক মার খান বল হাতে আসা প্রায় সবাই। এর মাঝেও ১৫ রান দিয়ে দুটি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন সালাউদ্দিন শাকিল।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ