ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে যা বললেন সাকিব

প্রকাশনার সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৮ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৭

চলমান বিপিএল শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজের পুরোটা সময় অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে কি না তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এই সব আলোচনা নিয়ে বিরক্ত প্রকাশ করেছেন দেশ সেরা এই ক্রিকেটার।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিপিএল আজকে রংপুর রাইডার্সের কোনো খেলা না থাকায় বিশ্রামে আছেন ক্রিকেটাররা। তবে সাকিব আল হাসান বিশ্রামে ছিলেন না। নিজের ব্যক্তিগত বাণিজ্যিক কাজে অংশ নেন তিনি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়েছে সেই অনুষ্ঠান। সেখানেই কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

যেখানে শুরুতেই সাকিবের কাছে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে তার পরিকল্পনা জানতে চাওয়া হয়। টেস্ট খেলবেন কিনা এমন প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, 'না শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনও কোনো পরিকল্পনা করা হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি, চেষ্টা করছি কিভাবে দলের জন্য কনট্রিবিউট করতে পারি।'

কয়েক দিনে আগেই গুঞ্জন উঠেছিল টেস্ট সিরিজ থেকে ছুটি নিতে চান সাকিব। এ নিয়ে তার কাছে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, 'আমি কি বলেছি কখনও আমি ছুটি চাচ্ছি বা না চাচ্ছি।' এরপর বিরক্ত হয়ে সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন তিনি। ‘কার কাছ থেকে শুনছেন এমন কথা?’

সাকিব আরও বলেন, 'যার কাছ থেকে শুনেছেন এমন কথা তার কাছেই শুনেন। আমি যদি বলতাম আমি খেলতে চাই অথবা খেলতে চাই না সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন। যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞেস করেন সে ভালো বলতে পারবে।'

নয়াশতাব্দী/ডিএ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ