ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬

পঞ্চম জয়ের খোঁজে ব্যাটিংয়ে খুলনা

প্রকাশনার সময়: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৩ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯

চলমান বিপিএলে টানা চার ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করে খুলনা টাইগার্স। তবে শেষ দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছেন বিজয়-আফিফরা। অন্যদিকে ৮ ম্যাচ খেলে দুই জয় নিয়ে টেবিলের ৬ নম্বরে শান্ত-মিঠুনের সিলেট স্ট্রাইকার্স। তৃতীয় জয়ের খোঁজে রয়েছে তারা।

জয়ের লক্ষ্যেই মিরপুরে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিপিএলের ২৫তম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। যার ফলে দিনের প্রথম ম্যাচে টার্গেটে ব্যাট করতে হবে শান্ত-মিঠুনদের।

এদিকে পাকিস্তানের তিন ক্রিকেটার মোহাম্মদ নওয়াজ, ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফকে ছাড়াই খেলতে হচ্ছে খুলনাকে। তাদের জায়গায় একাদশে এসেছেন মার্ক ডেয়াল, কাসুন রাজিথা ও রুবেল হোসাইন।

পরিবর্তন এনেছে সিলেটও। আজ নাঈম হাসানের জায়গায় খেলবেন সানজামুল ইসলাম।

খুলনা টাইগার্স একাদশ:

এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসাইন, সুমন খান, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, নাহিদুল ইসলাম, মার্ক ডেয়াল, নাসুম আহমেদ, কাসুন রাজিথা, রুবেল হোসাইন।

সিলেট স্ট্রাইকার্স একাদশ:

নাজমুল হোসাইন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, সানজামুল ইসলাম, রেজাউর রহমান রাজা ও বেনি হাওয়েল।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ