চলতি বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের ভিড় কমতে শুরু করেছে। কারণ দেশটিতে শুরু হতে যাচ্ছে তাদের সবচেয়ে রোমাঞ্চকর ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল। তাই বিপিএল ছেড়ে যাচ্ছে পাকিস্তানি ক্রিকেটাররা।
ফলে নতুন করে বিদেশি ক্রিকেটার যুক্ত করতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যে তালিকায় নাম রয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ। তাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান।
এছাড়া দুয়েক একদিনের মধ্যে বরিশালে যোগ দেবেন ক্যারিবিয়ান দুই ক্রিকেটার। পেস বোলিং অলরাউন্ডার ওবায়েদ ম্যাকাই এবং ব্যাটিং অলরাউন্ডার কাইল মায়ার্সও।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ