শেষ হলো পাকিস্তানি ক্রিকেটারদের চলতি বিপিএল অধ্যায়। বাবর-রিজওয়ানের মতো বর্তমান সময়ের তারকা ক্রিকেটাররা মাঠ মাতিয়েছেন এবারের বিপিএলে। পাক ক্রিকেটাররা না থাকলেও রঙ হারাচ্ছে না বিপিএল। দলগুলোতে নতুন করে যোগ দিচ্ছেন একঝাঁক তারকা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিমান ধরার তাড়ায় সতীর্থ আমের জামালকে স্টেডিয়ামে রেখেই চলে যান মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ। কুমিল্লা-খুলনার ম্যাচ শেষে দেখা গেছে এমন কাণ্ড।
নিজ দেশের পিএসএল খেলতেই বিপিএল ছেড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। যদিও তাতে রং হারাচ্ছে না বিপিএল। দেশিয় এই টুর্নামেন্ট মাতাতে আসছেন আন্দ্রে রাসেল, ডেভিড মিলার, ফিল সল্টসহ বেশ কিছু তারকা ক্রিকেটার।
তবে পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমিল্লা। যদিও তাদের ডেরায় যোগ দেবেন বিপিএলের নিয়মিত মুখ আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শেষে খুলনা টাইগার্সে ফিরবেন শেই হোপ ও ওশানে থমাস।
ইতোমধ্যেই চট্টগ্রামে যোগ দিয়েছেন বিগ ব্যাশ মাতানো ব্যাটার জশ ব্রাউন। রোমারিও শেফার্ড আর ইংলিশ ওপেনার ফিল সল্টও খেলবেন চট্টগ্রাম পর্ব থেকে।
এদিকে, জাতীয় দলের ডাকে বিপিএল ছাড়তে হচ্ছে লঙ্কান ও আফগান ক্রিকেটারদেরও। বাবরের সঙ্গে ওমারজাইকেও পাবে না রংপুর রাইডার্স। তবে এসএ টোয়েন্টি শেষ হতেই রংপুরে যোগ দেবেন ফন ডার ডুসেন ও নিকোলাস পুরান।
আর ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল মাতানোর অপেক্ষায় ডেভিড মিলার। এছাড়া কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেনসহ কিছু অজি আর ইংলিশ ক্রিকেটারের সঙ্গেও যোগাযোগ করছে অনেকে।
প্লে-অফ নিশ্চিত করলে বড় চমক দেখাতে কার্পণ্য করবে না দেশিয় ফ্র্যাঞ্চাইজিগুলো।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ