সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের ফাইনাল নিশ্চিত হয় এক ম্যাচ হাতে রেখেই। মঙ্গলবার নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে অধিনায়ক আফিদা খন্দকার প্রাপ্তির বাংলাদেশ। চার দলের টুর্নামেন্টে বাংলাদেশ ৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকেই ফাইনাল খেলবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুদলের লড়াই হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। লড়াই শুরু দুপুর ২টায়।
হ্যাটট্রিক শিরোপা জয়ী বাংলাদেশের লক্ষ্য এবার চতুর্থ শিরোপা জেতা। আর ক্যাপ্টেন নিতু লিন্ডার ভারত চায় নিজেদের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে।
ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশ এ ম্যাচে নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে। দ্বিতীয় সারির দল নামালেও ম্যাচ জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। দুই অর্ধে দুটি করে গোল করেছে তারা। পক্ষান্তরে বাংলাদেশের অর্ধে তেমন আক্রমণ করতে পারেনি পাহাড়ি দেশটি।
ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। বক্সের জটলার মধ্যে নুসরাত জাহান মিতু বল প্লেসিং করে জালে জড়ান। ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ঐশী। মিতুর কর্নারে ঐশী হেডে গোল করেন।
বিরতির পর ভুটান ম্যাচে সমতা আনার বৃথা চেষ্টা করেছে। উল্টো বাংলাদেশ ব্যবধান আরো দ্বিগুণ করেছে। ৫৭ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। ঐশীর পাসে বক্সে দাঁড়ানো কৃষ্ণা রানী বলের দিক পরিবর্তন করে গোল করেন। গোলরক্ষক খানিকটা বোকাই বনে যান বাংলাদেশের ফুটবলারের চাতুর্যতায়। ৬ মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন ঐশী। ভুটানের গোলরক্ষক-ডিফেন্ডারদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ঐশী বল পেয়ে গোল করেন।
ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়রা খানিকটা মেজাজ হারিয়েছিলেন। হাল্কা ধাক্কাধাক্কি হলেও বড় অপ্রীতিকর কিছু ঘটেনি। টানা তিন ম্যাচ হেরে ভুটান শূন্য হাতেই দেশে ফিরেছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ