বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে মাঝপথে বিদায় নিলেন তিনি। যাওয়ার আগে অবশ্য কাপ জেতার বার্তা দিয়ে গেলেন এই পাক ক্রিকেটার।
এক বার্তায় বাবর বলেন, ‘এখানের প্রতিটি সদস্যের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে। যে ভালোবাসা ও সমর্থক আমি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ। দলের সবাই নিঃস্বার্থভাবে পুরো টুর্নামেন্টজুড়ে খেলেছে। এটাই এখন পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিয়েছে। কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফদের অনেক অনেক ধন্যবাদ, সকলের চেষ্টা প্রশংসনীয়। ’
কাপ জেতা যেন লক্ষ্য হয় সেটির ব্যাপারেও বলেছেন পাকিস্তানি এই ক্রিকেটার। রংপুরকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য মনোযোগ ঠিক রাখা এবং শিরোপা ঘরে নিয়ে আসা। ভাইদের সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা। আমি আশাবাদী সামনে আমাদের সুদিন রয়েছে। ’
বিপিএলের এবারের আসরে ৬ ম্যাচ খেলেছেন বারব। দুই অর্ধশতকে ৫০-এর ওপর গড়ে ২৫১ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এই পাক তারকা ক্রিকেটার। রংপুরকেও শীর্ষে রেখে গেছেন বাবর। ৭ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে অবস্থান আছে রংপুর।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ