চলতি বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল খুলনা টাইগার্স। তবে সিলেট পর্ব ও ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে জয় দিয়ে খুলনাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে তারকাখচিত রংপুর রাইডার্স।
অন্যদিকে খুলনার পরই পয়েন্ট টেবিলে অবস্থান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তারা। আর সমান ম্যাচে ৪ জয়ে টেবিলের তিনে এনামুল হক বিজয়ের দল।
টানা চার ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে হারতে হয়েছে খুলনা টাইগার্সকে। আজ জয়ে ফেরার লক্ষ্যে তারা নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। যারা নিজদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে জয়ে ফিরেছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২৩তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক লিটন কুমার দাস।
ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দলকে দারুণ সূচনাই এনে দিয়েছেন লিটন। দুজনের দারুণ শুরুতে অষ্টম ওভারেই পঞ্চাশ ছুঁয়েছে কুমিল্লা। এর মধ্যে লিটন দাস ২৩ বলে ৩৪ এবং রিজওয়ান ২৫ বলে ১৯ রানে ক্রিজে আছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, উইল জ্যাকস, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, খুশদিল শাহ, আমের জামাল, জাকের আলি, তানভির ইসলাম, আলিস ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, পারভেজ হোসাইন ইমন, আকবর আলী, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও মুকিদুল ইসলাম।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ