বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩২

বিপিএলের উইকেটের সমালোচনায় সামিত প্যাটেল

প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৪

মিরপুর হোম অব ক্রিকেট নিয়ে চলমান বিপিএল শুরুর আগে ইতিবাচক ধারণা দিয়েছিল বিসিবি। কিন্তু আশানুরূপ রান পাওয়া যায়নি সেখানে। এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও কোনো ব্যতিক্রম ঘটেনি। হাতেগোনা দুয়েকটি ম্যাচ বাদে সেভাবে রান ওঠেনি কোনো ম্যাচেই।

চার-ছক্কার যে ধুমধাড়াক্কা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে পরিচিত বিশ্ব, তার দেখা মিলছে না চলতি বিপিএলে। যা নিয়ে সমালোচনা চলছে ক্রিকেটাঙ্গনে।

টুর্নামেন্টের পিচ নিয়ে সমালোচনা করেছেন সিলেট স্ট্রাইকার্সের বিদেশি ক্রিকেটার সামিত প্যাটেলও। নিজেদের ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে বলেন, এই কন্ডিশন ব্যাটিংয়ের জন্য কঠিন। আমি জানি আমরা যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলছি তা সঠিক নয়। এমন কন্ডিশনে বা পিচ টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী নয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ