ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

হারের বৃত্ত ভেঙে জয়ে ফিরল ইন্টার মায়ামি

প্রকাশনার সময়: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০

এশিয়া সফরে এসে ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির। পর পর বড় দুই হারের সাক্ষী হয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এর ওপর সবশেষ ম্যাচে রোনালদোবিহীন আল নাসর ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসি-লুইস সুয়ারেজের ক্লাবটিকে।

রোববার (৪ ফেব্রুয়ারি) ওই হারের বৃত্ত ভেঙে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। হাইব্রিড প্রীতি ম্যাচে হংকং এলিভেনের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে মেজর লিগ সকারের দলটি।

যদিও ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি ও লুইস সুয়ারেজ। বদলি হিসেবেও মাঠে নামানো হয়নি তাদের। হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪০ মিনিটে লিড নেয় ইন্টার মায়ামি। গোল করেন রর্বাট টেইলর। তিন মিনিট পরেই গোল শোধ করে দেয় হংকং ইলিভেন। দ্বিতীয়ার্ধে জমাট ম্যাচের বার্তা দেন হংকং ইলিভেন।

কিন্তু দ্বিতীয়ার্ধে টাটা মার্টিনোর দল ম্যাচ একতরফা করে জয় তুলে নেয়। ৫০ মিনিটে মায়ামির লাউসন সুন্দারল্যান্ড ও ৫৬ মিনিটে লিওনার্দো কাম্পানা গোল করে টানা তিন ম্যাচে পরাজিত হওয়া মায়ামিকে ৩-১ গোলে এগিয়ে নেন। শেষ সময়ে চতুর্থ গোলটি করেন রায়ান সেইলর।

বেশ উন্মাদনা নিয়ে মাঠে এলেও মেসির খেলা দেখতে না পেয়ে হতাশায় মাঠ ছাড়তে হয়েছে দর্শকদের। যদিও হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি মেসি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ