ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

পয়েন্ট টেবিলে ৭ ফ্র্যাঞ্চাইজির অবস্থান যেখানে

প্রকাশনার সময়: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৫

গত ১৯ জানুয়ারি মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। দেখতে দেখতে ১৬ দিন পার হয়েছে। ইতোমধ্যে ৪৬টি ম্যাচের মধ্যে ২০টি শেষ হয়েছে। ঢাকার পর সিলেট ঘুরে বিপিএলের দশম আসর এখন পুনরায় ঢাকায় চলে এসেছে। আগামী ৬ ফেব্রুয়ারি দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ঢাকার দ্বিতীয় পর্ব।

তার আগে দেখে নেবো অংশগ্রহণকারী ৭টি দল পয়েন্ট টেবিলের কোথায় অবস্থান করছে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৭টি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। যারা গতবারের রানার্সআপ দল। এই ৭টি ম্যাচে তাদের জয় মাত্র একটি ম্যাচে। ২ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে টেবিলের শেষে। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি করে ম্যাচ খেলেছে তিনটি দল।

তারা হলো- রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। ৫টি করে ম্যাচ খেলেছে ৩টি দল। তারা হলো- খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও দুর্দান্ত ঢাকা। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসান ও বাবর আজমের সমন্বয়ে গড়ায় রংপুর রাইডার্স।

দ্বিতীয় স্থানে থাকা খুলনা টাইগার্স ৫ ম্যাচ খেলে ৪ জয় ও ১ হারে পেয়েছে ৮ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চতুর্থস্থানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। তারা ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে পেয়েছে ৬ পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল।

তারা ৬ ম্যাচে ৩ জয় ও সমান হারে পেয়েছে ৬ পয়েন্ট। ষষ্ঠ স্থানে রয়েছে তারুণ্যে গড়া দল দুর্দান্ত ঢাকা। তারা ৫ ম্যাচে ১ জয় ও ৪ হারে পেয়েছে ২ পয়েন্ট। টেবিলের শেষে অবস্থান গতবারের রানার্সআপ সিলেট স্টাইকার্সের। তারা ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে পেয়েছে ২ পয়েন্ট।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ