চলমান বিপিএলে দ্বিতীয় জয়ের খোঁজে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে ঢাকা পর্বে সিলেটের বিপক্ষে জয় পাওয়ার পর আজকের ম্যাচেও জিতে টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায় সাকিব-সোহানের দল।
শনিবার (৩ ফেব্রুয়ারি) চলতি বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
চার ম্যাচ পর প্রথম জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্স এ ম্যাচে মাঠে নেমেছে একটি মাত্র পরিবর্তন নিয়ে। বেনি হাওয়েলের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন হ্যারি টেক্টর।
অন্যদিকে রংপুরও একাদশেও রয়েছে একটি পরিবর্তন। হাসান মুরাদকে বসিয়ে একাদশে নিয়েছে পেসার আবু হয়দার রনিকে।
রংপুর রাইডার্স একাদশ:
বাবর আজম, ব্রান্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।সিলেট স্ট্রাইকার্স একাদশ:
নাজমুল হোসাইন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), শামসুর রহমান, আরিফুল হক, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, নাইম হাসান, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাভা।নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ