বিপিএলের চলতি আসরে সিলেট পর্বের ১১তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৮৮ রানেই ৭ উইকেট হারায় খুলনা। যাতে ১০০ রান পার করা নিয়েও শঙ্কা ছিল। তবে শেষ দিকে ঝড় তুলে খুলনাকে শক্তিশালী পুঁজি এনে দেন দুই পাকিস্তানি ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান তুলেছে খুলনা।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরুই পায় খুলনা। তবে ১৩ বলে ১২ রানে থাকা অধিনায়ক বিজয়কে উইকেটে থিতু হতে দেননি আকিফ জাভেদ। পাকিস্তানি পেসারের ফুল লেংথের ডেলিভারি মিস করে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর মাত্র ২ রান করে রানআউটে কাটা পড়ে সাজঘরে পথ ধরেন হাবিবুর রহমান সোহান।
এরপর শোয়েবের টসড-আপ ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন একপ্রান্ত আগলে রেখে খেলা ইমন। এতে ২৪ বলে ৩৩ রানে শেষ হয়েছে ইমনের ইনিংসের। এরপর আফিফকেও ফেরান মেহেদী হাসান মিরাজ।
মাহমুদুল হাসান জয়কে বেশিক্ষণ টিকতে দেননি তাইজুল। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণিতে ১৩ রানেই প্যাভিলিয়নে ফেরেন জয়। পরের ওভারে দাসুন শানাকাকে বোল্ড করেছেন তাইজুল।
প্রতিরোধ গড়তে ব্যর্থ হন নাহিদুলও। মোহাম্মদ ইমরান জুনিয়রের লেংথ বলে মাত্র ৫ রানেই বোল্ড হন তিনি।
শেষ দিকে দুই পাকিস্তানি মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ বাড়িয়েছেন খুলনার পুঁজি। তাদের ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে দলটি।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ