ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

তীরে এসে তরী ডুবালো বাংলাদেশ, শিরোপা শ্রীলঙ্কার

প্রকাশনার সময়: ০২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৭

নিজেদের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছে অনূর্ধ্ব-১৯ নারী দলের টাইগ্রেসরা। জিতেছে টানা চার ম্যাচ। তবে ফাইনালে প্রবাদের মতোই যেন তীরে এসে তরী ডুবালেন। শ্রীলঙ্কার কাছে ৩৬ রানে হেরে শিরোপা খোয়ালেন তারা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৪৯ রানের লক্ষ্য দেয় লঙ্কান মেয়েরা।

জবাবে নির্ধারিত ওভারে আট উইকেটে হারিয়ে ১১২ রান তুলতে পারে স্বাগতিকরা। এতে ৩৬ রানের জয় পায় শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেন দুই লঙ্কান ওপেনার নেতমি পর্না ও দেভিমি বিহাঙ্গা। দুজনের ব্যাটে ভর করে উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান। ইনিংসের ১৫তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। বিহাঙ্গাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৪৯ রান।

বিহাঙ্গা আউট হলেও ফিফটি পূরণ করেন নেতমি পর্না। ৫৭ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন। ভিশমি গুনারত্নে তিনে নেমে করেছেন ১৩ বলে ১৪ রান। এতে ১৪৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন রাবেয়া, নিশি ও জান্নাতুল মাওয়া।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ৬ বল খেলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন ইভা। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণাও থিতু হতে পারেননি। ১১ বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হাবিবা ইসলাম পিংকিও। ৭ বলে ৮ রান করে আউট হন তিনি। চারে ব্যাটিং করতে এসে আক্রমণাত্মক শুরু করেছিলেন সুমাইয়া আক্তার। তবে ৬ বলে ১০ রান করে কাটা পড়েন তিনি।

দলীয় ২৩ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন রাবেয়া ও উন্নতি আক্তার। আসর জুড়ে দুর্দান্ত ব্যাটিং করা রাবেয়া এদিনও দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সাজঘরে ফেরার আগে ২৯ বলে করেছেন ৩১ রান। তবে শেষ পর্যন্ত আট উইকেটে হারিয়ে ১১২ রান তুলতে পারে স্বাগতিকরা। এতে ৩৬ রানের জয় পায় শ্রীলঙ্কা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ