কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলের দশম আসর শুরু করে হার দিয়ে। তবে পরের চার ম্যাচে তিনটিতে জিতে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। পঞ্চম ম্যাচে তো চট্টগ্রামকে নিয়ে রীতিমতো ছেলে খেলাই করলো মুস্তাফিজরা।
সিলেটে শুক্রবার (২ ফেব্রুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭২ রানেই গুটিয়ে যায় বন্দর নগরীর দলটি। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬৪ বল ও সাত উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় কুমিল্লা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বলে ২ রান করে বিলাল খানকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন লিটন কুমার দাস। এদিন মাহিদুল ইসলাম অঙ্কনও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ৫ বলে ৫ রান করেন এই ডানহাতি ব্যাটার।
চতুর্থ উইকেটে রিজওয়ানকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন তাওহীদ হৃদয়। ১২ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। জিয়াউর রহমানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা খান হৃদয়।
তবে রেমন রেইফারের ৪ রান ও মোহাম্মদ রিজওয়ানের ২৪ বলে অপরাজিত ১৬ রানে ভর করে ৬৪ বল এবং সাত উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। এতে পাঁচ ম্যাচে তিন জয়ে রংপুরকে হটিয়ে টেবিলের তিনে উঠল কোচ সালাউদ্দিনের শিষ্যরা।
রংপুরের সঙ্গে কুমিল্লার ব্যবধান সমান। তবে রান রেটে এগিয়ে রয়েছে কুমিল্লা। এই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আল-আমির হোসেন, বিলাল খান ও জিয়াউর রহমান একটি করে উইকেট শিকার করেন।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ