বিপিএলের দশম আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি সিলেট স্ট্রাইকার্স। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে তারা আজ মাঠে নেমেছে দুর্দান্ত ঢাকার বিপক্ষে।
নিজেদের ইনিংসে সামিত প্যাটেলের দায়িত্বশীল ইনিংসের পর ফিফটি পান মোহাম্মদ মিঠুন। পরে আরিফুলের মারকুটে ব্যাটিংয়ে এই পুঁজি পায় সিলেট।
দুদিন বিরতির পর শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সিলেট সংগ্রহ করে ১৪২ রান।
জবাব দিতে নামা ঢাকার দুটি উইকেট শুরুতেই তুলে নিয়ে ম্যাচের লাগামটা হাতে নিয়েই রেখেছে প্রথম জয়ের খোঁজে থাকা স্বাগতিক দল। সাইম আয়ুব ১৩ এবং মোহাম্মদ নাঈম ২ রানে আউট হলে, দলীয় ১৯ রানেই দুই উইকেট হারায় দুর্দান্ত ঢাকা। দুটিই তুলে নেন জিম্বাবুয়ের বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা।
এর আগে, প্রথম ওভারেই শামসুর রহমানকে হারিয়ে শুরু হয় সিলেটের ইনিংস। ব্যাট হাতে আজও ব্যর্থ দলটির অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। ১২ বলে ৩ রান করেন তিনি। তিনে নামা সামিত অবশ্য লড়ে যান কিছুক্ষণ। ৩২ বল খেলা এই ইংলিশ ব্যাটারের ব্যাট থেকে আসে ৩২ রান। চারে নেমে জাকির হাসান আজ বিদায় নেন ডাক মেরেই।
পাঁচে নেমে একপ্রান্তে লড়ে যান মিঠুন। অপরপ্রান্তে বাকি ব্যাটাররা ভালো করতে পারছিল না। তবে আরিফুল হক এসে খেলেন ক্যামিও ইনিংস। ৯ বলে ৩ ছক্কায় ২১ রান করে তিনি বিদায় নেন এই মারকুটে।
তবে ৩৬ বলে পঞ্চাশ স্পর্শ করা মিঠুন অবশ্য আউট হন শেষে গিয়ে। ৪৬ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করে তাসকিন আহমেদের শিকার হন তিনি।
ঢাকার পক্ষে ৪ ওভারে ২৪ রান খরচায় ৪টি উইকেট নেন শরিফুল ইসলাম। দুটি উইকেট শিকার করেন আরাফাত সানি।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ