ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কেমন হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর?

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৬
ফাইল ছবি

দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যে টি-টোয়েন্টির ব্যাট-বলের লড়াই শুরু হবে অক্টোবর থেকে। সব দল প্রস্তুতি সারছে নিবিড়ভাবে। এরই মধ্যে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরসূচির কথা জানিয়েছে এফটিপি (আইসিসির ভবিষ্যৎ সফরসূচি)।

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। এরপরই হয়তো নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। যেখানে দুটি টেস্টেও পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সময়টা ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারির মধ্যে।

আইসিসি ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে ২০২১-২২ মৌসুমে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসেরও এই সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে নিউজিল্যান্ডে যাওয়ার কথা। বাইরের দেশ থেকে নিউজিল্যান্ডে গেলে ১৪ দিন আইসোলেশনে থাকা বাধ্যতামূলক। এই তিন দলের খেলোয়াড়দের আইসোলেশনে রাখতে প্রয়োজনীয় ফ্যাসিলিটি অনুমোদন করেছে নিউজিল্যান্ড সরকার।

নিউজিল্যান্ড সরকারের এমআইকিউ (ম্যানেজড আইসোলেশন ও কোয়ারেন্টিন) ওয়েবসাইটে গত পরশু এই তালিকা প্রকাশিত হয়। তবে ভারতের খেলোয়াড়দের জন্য আইসোলেশনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এর অর্থ হলো তিন ম্যাচ ওয়ানডে খেলতে আগামী বছর মার্চে ভারত জাতীয় দলের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল। ক্রিকইনফো জানিয়েছে ভারতের এই সফর স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘স্টাফ’ অবশ্য তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতের এই সিরিজ স্থগিত করা হয়েছে। আগামী বছরের শেষ দিকে এই সিরিজ মাঠে গড়াতে পারে। এমআইকিউ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শুরু থেকে বাংলাদেশ দলের ৩৫ জনের কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখা হবে। নেদারল্যান্ডস দল আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নিউজিল্যান্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। ফেব্রুয়ারি-মার্চে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে যাবে দক্ষিণ আফ্রিকা দল। ফেব্রুয়ারির শুরুতে তাদের ৩৫ জনের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখা হবে। মোট কথা, এই তিন দলের খেলোয়াড়দের জন্য কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখবে নিউজিল্যান্ড।

আগামী বছরের মার্চে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হবে নিউজিল্যান্ডে। বড় পরিসরের এ টুর্নামেন্টের খেলোয়াড়দের জন্য ‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিভিন্ন তারিখে’ মোট ১৮১ জনের কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) এক মুখপাত্র ‘স্টাফ’কে জানিয়েছেন, এই মৌসুমে নিউজিল্যান্ড সফরে আসবে না ভারত। এফটিপি সফরসূচির অংশ হিসেবে আগামী বছর ভারত নিউজিল্যান্ড সফরে যাবে।

এদিকে নভেম্বরে ভারত সফরে যাওয়ার কথা নিউজিল্যান্ড দলের। সেখানে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা। অর্থাৎ ডিসেম্বরের শুরুর দিকের আগ পর্যন্ত নিউজিল্যান্ড দল দেশে ফিরতে পারবে না। এরপর দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টিনও করতে হবে।

নিউজিল্যান্ডের সঙ্গেই সর্বশেষ সিরিজ খেলেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যেখানে বাংলাদেশ জিতেছে ৩-২ ব্যবধানে। যদিও নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটের ফরম্যাটেই জয়ের কোনো রেকর্ড নেই টাইগারদের।

ঘরের মাঠে সিরিজ জয়ের আত্মবিশ্বাস যদি কাজে লাগে আগামী সিরিজে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ