ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬

কুমিল্লার সামনে রংপুরের চ্যালেঞ্জিং স্কোর

প্রকাশনার সময়: ৩০ জানুয়ারি ২০২৪, ১৫:২৭

শুরুটা ভালো না হলেও ওমরজাই ও সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে শেষটা ভালোই করলো রংপুর রাইডার্স। কুমিল্লার বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে ১৬৫ রানের চ্যালেঞ্জিং পুঁজিই দাঁড় করিয়েছে নুরুল হাসান সোহানের দল।

পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিত আগে ব্যাটিংয়ে নামে রংপুর।

তবে শুরুটা মোটেই ভালো হয়নি তাদের। দলীয় ১৮ রানেই প্রথম উইকেট হারায় দলটি। তানভিরের অফ-স্টাম্পের বাইরের ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে খেলতে এসে কাঁটা পড়েন ব্র্যান্ডন কিং। মোহাম্মদ রিজওয়ানের স্টাম্পিং হওয়ার আগে খেলেন ১২ বলে ১৪ রানের ইনিংস।

এরপর বাবর আজম ও ফজল মাহমুদ মিলে দলের হাল ধরেন। তাদের ৫০ ছাড়ানো জুটিতে বড় সংগ্রহের দিকেই যাচ্ছিল রংপুর। কিন্তু আগের ম্যাচে ফিফটি হাঁকানো বাবর আজ ফিরেছেন স্বদেশী খুশদিল শাহর বলে বোল্ড হয়ে। তার আগে ৩৬ বলে ৩৭ রান করেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

ইনিংস বড় করতে পারেননি ফজল মাহমুদও। ফিরেছেন ২১ বলে ৩০ রান করে। এরপর ১৭তম ওভারের প্রথম বলে শামিম পাটোয়ারীর (১৪) উইকেট হারায় রংপুর।

তবে শেষদিকে ওমরজাইয়ের ২০ বলে ৩৬ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় রংপুর। আফগান এই তারকা অলরাউন্ডার ২০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ৭ বলে ১৩ রান করে মোহাম্মদ নবি ও অধিনায়ক নুরুল হাসান ৬ বলে অপরাজিত ১৫ রান করে রাখেন সহযোগীর ভূমিকা।

বল হাতে ২টি উইকেট নিয়েছেন কুমিল্লার বোলার রেমন রেইফার। এছাড়া ১টি করে উইকেট গেছে তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও খুশদিল শাহর ঝুলিতে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ