ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে সিলেট

প্রকাশনার সময়: ২৯ জানুয়ারি ২০২৪, ১৩:৪১

একদিন বিরতির পর ফের মাঠে গড়িয়েছে বিপিএলের সিলেট পর্ব। সোমবার (২৯ জানুয়ারি) মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের বিপিএলের পঞ্চম ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম। এর মধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে তারা। হেরেছে একটিতে। অন্যদিকে, তিন ম্যাচ খেলে সবকটিতেই হারের স্বাদ পেয়েছে মাশরাফির দল। আজ চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মাঠে নামছে মাশরাফির দল।

সিলেট স্ট্রাইকার্স একাদশ

নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, সামিত প্যাটেল, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, রায়ান বার্ল, দুশান হেমন্থ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আভিশকা ফার্নান্ডো, তানজিদ হাসান, শুভাগত হোম (অধিনায়ক), শাহাদাত হোসেন, নজিবুল্লাহ জাদরান, সৈকত আলি, টম ব্রুস, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসাইন, বিলাল খান।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ