অভিষেকের অপেক্ষায় থাকা ৭ জনকে নিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদেরই একজন শামার জোসেফ। অ্যাডিলেডেই অভিষেক হয় এ পেসারের। অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে একেবারে ধসিয়ে দেন উইন্ডিজের এই তরুণ পেসার।
এবার এক ইনিংসে ৭টি-সহ মোট ৮ উইকেট ঝুলিতে পোরেন জোসেফ। যার ফলে ২৬ বছর পর নিজ মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয়ের স্বাদ নিতে হলো অস্ট্রেলিয়াকে।
রোববার (২৮ জানুয়ারি) ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে জয়ের জন্য ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের ইনিংসটা অবশ্য একাই টেনে নিচ্ছিলেন ওপেন করতে নামা স্টিভেন স্মিথ। তবে ৯১ রানে অপরাজিত থেকে দেখতে হয় দলের হার। এ সময় শামার জোসেফের বোলিং তোপে টিকে থাকতে পারেনি অপরপ্রান্তের কেউই।
জোসেফের ৬৮ রানে নেওয়া ৭ উইকেটে ভর করে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেটের মধ্যে চারজনেকই বোল্ড করেন ডানহাতি এই ক্যারিবিয় বোলার।
এর আগে, অভিষেক হওয়া অ্যাডিলেড টেস্টেই ৫ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের আগমনী বার্তা দিয়ে রাখেন জোসেপ। দুই টেস্টে মোট ১৩ উইকেট নিয়ে অজিদের ডেরায় সিরিজ সেরাও হলেন ২৪ পেরোনো এই পেসার।
গ্যালারিতে যে ক’জন দর্শক উপস্থিত ছিলেন, সবাই দাঁড়িয়ে সম্মান জানালেন ক্যারিবীয় তরুণ পেসারকে। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বাধীন পুরোপুরি আনকোরা এবং তরুণ একটি দল বিশ্বের নাম্বার ওয়ান, টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে এভাবে হারিয়ে দিতে পারবে, তা ছিল অকল্পনীয়, অবিশ্বাস্য!
ওয়েস্ট ইন্ডিজ এর আগে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পেরেছিল সেই ১৯৯৭ সালে। ২৬ বছর পর ফের একবার আনন্দের উদযাপনের দিন পেল ক্যারিবিয়ানরা।
নয়াশতাব্দী/এমএস/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ