ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

তৃতীয় ‘সেরা দামি’ মেসির মায়ামি!

প্রকাশনার সময়: ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৩

শুধু খেলা নয়, সব ধরনের তারকার মধ্যেও জপ্রিয়তায় শীর্ষে লিওনেল মেসি। তাই তো সময়ের সেরা এ তারকাকে বিজ্ঞাপনে ও কিংবা কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়াটা যে কোনো প্রতিষ্ঠানের জন্য বড় প্রাপ্তিই বটে! নিজের এমন আকাশচুম্বী জনপ্রিয়তার ফলেই আয় করা তারকাদের তালিকায়ও ওপরের দিকেই মেসির নাম।

এবার মেসিকে দলে ভেড়ানোয় আয় বেড়েছে ইন্টার মায়ামিরও। মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। এ তথ্য জানিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’।

মেসি যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের ব্যবধানে সেই ক্লাবটিই সাত ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এ ক্লাবের দাম গত একবছরে বেড়েছে ৭৪ শতাংশ। বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজারমূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে।

তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজারমূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলান্টা ইউনাইটেড। ১০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে তালিকার চারে আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ