ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

জয়ে ফিরলো রংপুর

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২৪, ২২:০৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৮

এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ঢাকা পর্ব শেষ করে রংপুর রাইডার্স। তবে সিলেট পর্বের প্রথম ম্যাচেই হারের দেখা পায় দলটি। পরের ম্যাচেই দুর্দান্ত ঢাকাকে হারিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব-সোহানের রংপুর।

শনিবার (২৭ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। ব্যাটিংয়ে নেমে ঢাকাকে ১৮৪ রানের লক্ষ্য দেয় সোহানের দল। জবাবে ব্যাট করতে নেমে ১০৪ রানেরই গুটিয়ে যায় ঢাকা। যার ফলে ৭৯ রানের বড় জয় পায় সাকিব-সোহানরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ঢাকা। প্রথম ওভারেই আজমতুল্লাহ ওমারজাইয়ের বলে লেগ বিফোরে কাটা পড়েন লঙ্কান অলরাউন্ডার দানুশকা গুণাতিলাকা। তৃতীয় উইকেটে নাঈম শেখকে নিয়ে রান তোলার চেষ্টা করেন সাইম আইয়ুব। তবে ১৪ বলে ১৭ রান করেই সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লাসিথ ক্রসপুলেও। ৩ বলে শূন্য রান করে ফেরেন তিনি। ১০ বলে ১৪ রান করে মোহাম্মদ নবিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন নাঈম। এতে দলীয় ৩২ রানের চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা। এরপর মোসাদ্দেককে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন অ্যালেক্স রোস। ১৮ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন ঢাকার অধিনায়ক। পরের বলেই ডাক আউট হন ইরফান শুক্কুর।

তবে পিচের এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে ফিফটি তুলে নেন অজি ব্যাটার রোস। অপর প্রান্তে ৬ বলে ৩ রান করেই সাজঘরে ফেরেন আলাউদ্দিন বাবু। ১৭তম ওভারে ৩৪ বলে ৫১ রান করে রোস আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। পরের বলে শরিফুল আউট হলে ২১ বল হাতে থাকতেই ১০৪ রানে অলআউট হয় ঢাকা। বোলিংয়ের সময় ব্যথা পাওয়ার কারণে ব্যাট করতে পারেননি তাসকিন আহমেদ। এতে ৭৯ রানের জয় পায় রংপুর।

রংপুরের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শেখ মাহেদী হাসান। আজমতুল্লাহ ওমারজাই ও হাসান মাহমুদ দুটি, মোহাম্মদ নবি ও সাকিব আল হাসান একটি করে উইকেট শিকার করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ