ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

ফার্নান্দোর ব্যাটিং ঝড়ে বিশাল স্কোর চট্টগ্রামের

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩০

চলতি বিপিএলে সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে লঙ্কান ব্যাটার আভিষ্কা ফার্নান্দোর ঝোড়ো ইনিংসে ভর করে পাহাড়সম পুঁজি দাঁড় করিয়েছে চট্টগ্রাম। ফার্নান্দোর ৯১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে তারা।

শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে, শুরুটা অবশ্য ভালো হয়নি চট্টগ্রামের। প্রথম ওভারেই তানজিদ হাসানের উইকেট হারায় দলটি। তাইজুলের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে দুনিথ ওয়েল্লালাগের তালুবন্দি হন ১২ রান করা এই ওপেনার।

পরের ওভারে ইমরানউজ্জামানকেও (৪) ফেরান তাইজুল। তবে এরপর আভিষ্কা ফার্নান্দো এবং শাহাদাত হোসেন দিপুর ব্যাটে রানের গতি বাড়ায় চট্টগ্রাম। এই জুটিতে আসে ৭০ রান। দিপুকে বোল্ড করে এই জুটি ভাঙেন ইয়ানিক ক্যারিয়াহ। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৩১ রান করেন দিপু।

অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে হাফ-সেঞ্চুরি তুলে নেন আভিষ্কা। ফিফটির পরই আগ্রাসী হয়ে ওঠেন এই লঙ্কান ব্যাটার। নজিবউল্লাহ জাদরানকে নিয়ে দলীয় সংগ্রহ বাড়াতে থাকেন তিনি।

তবে ১৯তম ওভারে নাজিবউল্লাহ সাজঘরে ফিরলে ভাঙে তাদের ৬৮ রানের জুটি। ১৯ বলে ১৮ রান করে এক্সট্রা কাভারে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান এই ব্যাটার।

পরের তিন বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে দলীয় স্কোরকে সমৃদ্ধ করে নকার্টিস ক্যাম্ফার। শেষ পর্যন্ত ৯ বলে ২৯ রানের এক ক্যামিও খেলেন আইরিশ এই ব্যাটার।

তবে সবকিছু ছাপিয়ে আলাদাভাবে নজর কেড়ে নেন আভিস্কা। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও ৫০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রানের বিশাল সংগ্রহ পায় চট্টগ্রাম।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ